মায়ের আশীর্বাদ নিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ময়দানে পিপলস কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তী। শুক্রবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগামী ২০ জানুয়ারি থেকে বিধানসভা গুলির মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে। তিনি আরো বলেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ,তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নয়নে কোনরকম কাজ করছে না। পিপলস কংগ্রেস জনসাধারণের দল এবং বিধানসভায় একাই প্রার্থী দিয়ে বিধানসভার ভোটে লড়বেন বলে জানান তিনি।