হাতে আর মাত্র কয়েক মাস। তারপরেই বেজে যাবে ভোটের দামামা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সেই নির্বাচনের দামামা বাজিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক যেন এলেন দেখলেন আর জয় করে নিলেন ত্রিপুরাবাসীর মন। মঞ্চ থেকে ঘোষণা করলেন একাধিক প্রকল্পের। শিলং থেকে বিশেষ বিমানে সোজা আসেন ত্রিপুরায়। মহারাজা এম বি বি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সোজা চলে আসে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। মঞ্চে উঠতেই মোদী মোদী চিৎকারে মেতে ওঠেন আমজনতা। প্রধানমন্ত্রী ছাড়াও সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন , রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা পরিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে, ত্রিপুরার কুটির শিল্পের অন্যতম নিদর্শন বাঁশ-বেতের তৈরি সামগ্রী উপহারস্বরূপ প্রধানমন্ত্রীকে প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
তারপর বোতাম টিপে একে একে প্রত্যেকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী । যার মধ্যে রয়েছে ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ এর উদ্বোধন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট ২লক্ষ ৫ হাজার ৫৪৫ টি ঘরের গৃহ প্রবেশ , জল জীবন মিশন এর আওতায় ১ লক্ষ ৫২ হাজার ঘরে পানীয় জল এর সংযোগ ।১৮ কোটি টাকা ব্যয়ে আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর উদ্বোধন , ৮ নম্বর জাতীয় সড়কের উপর খয়েরপুর আমতলী বাইপাস সড়কের সম্প্রসারণ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ২৩২ কিলোমিটার রাস্তার শিলান্যাস , রাজ্য এবং জেলা হাইওয়ের মোট ৫৪২ কিলোমিটার দৈর্ঘ্যের ১১২ টি রাস্তার শিলান্যাস করেন ।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান জনকল্যাণকর একাধিক প্রকল্পের বাস্তবায়নের জন্য ।