প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে রাজ্যে বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা। রবিবার সভা শেষে স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকারের মন্ত্রিসভা এবং শাসক দলীয় বিধায়কদের নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরেই রাতে রাজ্য অতিথিশালায় নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ কেন্দ্রীয় কমিটির একাধিক নেতৃত্ব এবং রাজ্য প্রদেশ বিজেপির নেতৃত্বরা। বৈঠকে নির্বাচনী রণকৌশল সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।