*”BIG BREAKING”*
*নিম্ন আদালতের রায়কেই মান্যতা, রাহুল গান্ধীর আবেদন খারিজ, বিপাকে কংগ্রেস নেতা* !
মানহানির মামলায় সুরাট দায়রা আদালতেও বড় ধাক্কা রাহুল গান্ধীর ৷ আদালত রাহুল গান্ধীর আবেদন ‘খারিজ’ করে দিয়েছে এবং সেই সঙ্গে ‘মোদী উপাধি’ নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর সাজা স্থগিত হবেনা বলেও জানিয়ে দেয় আদালত ৷
সুরাটের একটি দায়রা আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য একটি ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাঁকে দুই বছরের কারাদন্ড দেয় ৷ এর জেরে সাংসদ পদ হারান রাহুল গান্ধী ৷এবার সুরাট দায়রা আদালতের রায়েও হতাশ রাহুল গান্ধী ৷ পরবর্তীতে রাহুল গান্ধীকে স্বস্তি পেতে হাইকোর্টের দ্বারস্ত হতে হবে ৷