নিজেদের অধিকার ও পারিপার্শ্বিক প্রবাহমান ঘটনাবলি সম্পর্কে সম্যক সচেতনতা প্রয়োজন l পরমুখাপেক্ষি না থেকে নিজ দায়িত্ব অনুধাবনের মাধ্যমে ও নিহীত সুপ্ত প্রতিভা অনুসারে প্রচেষ্টাই সাফল্যের অন্যতম চাবিকাঠি l মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাব্রুম মন্ডলের ৪০ নম্বর বুথের কার্যকর্তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন তিনি। কার্যকর্তাদের সাথে মন কি বাত শোনেন তিনি। এরপর সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কমিউনিস্টরা বিগত সরকারের সময়ে অনলাইন ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগ নীতি ও পরিষেবা প্রদানে ব্যর্থ ছিল, সাধারণের উপরে নয়া কায়দায় চাঁদার জুলুম চালাতে এখন অনলাইন পন্থা অবলম্বন করছে l প্রতিটি বুথ পর্যন্ত নিবিড় জন সম্পর্ক স্থাপনের দ্বারা, রাজ্যের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি তার সরকার প্রতিষ্ঠায় আমরা সংকল্পবদ্ধ l