নিউ দিল্লীতে ম্যালেরিয়া নির্মূল বিষয়ে এশিয়া প্যাসিফিক লিডারস কনক্লেভের একটি সভায় উপস্থিত ছিলেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা মহোদয়।
সোমবার দিল্লিতে এসিয়া প্যাসিফিক লিডার্স কনক্ল্যাভ অন ম্যালেরিয়া এলিমেশন ২০২৩ এ বক্তব্য রাখতে গিয়ে জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ ২০২৭ সালের মধ্যে রাজ্য থেকে ম্যালেরিয়াকে নির্মূল করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার ৷