প্রতিমন্ত্রীর পদমর্যাদায় “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে শ্রীমতি জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে শ্রীমতি পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হওয়ায়, আমি দুজনকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দুজন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে আমি প্রত্যাশা রাখি। টুইট মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার।