নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে মহিলা কমিশনের সামনে বিক্ষোভ
রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে ৷ রাজ্য মহিলা কমিশন এ ধরনের ঘটনা রুখতে সক্রিয় ভূমিকা পালন করছেনা বলে অভিযোগ তুলে রাজ্য মহিলা কমিশনের সামনে শনিবার বিক্ষোভে সামিল হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষীত সহ অন্যান্যরা ৷
উপস্থিত এক নারী নেত্রী জানান, গত এক মাসে রাজ্যে পাঁচটি বধূ নির্যাতনের ঘটনা সামনে এসেছে ৷ সাতটি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সামনে এসেছে ৷ চারটি শ্লীলতাহানীর ঘটনা রয়েছে ৷ কিন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যথেষ্ঠ হয় নি ৷ যার ফলে এই দুস্কৃতিকারীরা প্রতিদিন উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা আরো সংগঠিত করে চলছে ৷ সম্প্রতি আগরতলা রামনগরে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে , মেলাঘরে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা, উদয়পুরে কাকড়াবনে পাঁচ বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়েছে , টেপানিয়া পার্কে তিন যুবক মিলে এক নাবালিকাকে গণধর্ষণ করেছে ৷
এধরনের নারীনির্যাতনের ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে গেলেও কোনো কাজ হচ্ছেনা ৷ এবং সবচেয়ে বড় বিষয় হল রাজ্য মহিলা কমিশন তদন্ত করছেনা ঘটনাগুলির ৷ থানাগুলির উপর অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে না ৷ তাই মহিলা কমিশনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান তারা ৷