“নারীরা সব পারে” এই আপ্তবাক্যটিকেই যেন বাস্তবে পরিনত করছে রাজ্যের পরিশ্রমী স্বসহায়ক দলের মাতৃশক্তি। মন্তব্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। তিনি আরও বলেন, সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত জ্যোতি মহিলা সমবায় সমিতি পেভার ব্লক তৈরী করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।