নাচে গানে বর্ষবরণ অনুষ্ঠিত হয় ধর্মনগরে
গত ১৬ ই এপ্রিল রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ধর্মনগর পুর পরিষদ,জেলা শিক্ষা দপ্তর ও জেলা তথ্য সংস্কৃতি কার্যালয় এর উদ্যোগে “বর্ষ বরণ” অনুষ্ঠান এর আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপস্থিত ছিলেন আরো অন্যান্যরাও ৷ বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নাচে গানে ভরে ওঠেছে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন।