নর্থ ইস্টার্ন জোন-থ্রীর কার্যকরী বৈঠক হবে ত্রিপুরায়: অধ্যক্ষ
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ইন্ডিয়া রিজনে চারটি জোন আছে ৷ জোন গুলির আলাদা করে সম্মেলন হয় ৷ নর্থ-ইস্টার্ন জোন থ্রীর কার্যকরী কমিটির বৈঠক হবে ত্রিপুরায় ৷ এতে এই জোনের সমস্ত রাজ্যের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, বিধানসভার সচীব ও আধিকারিকরা অংশ নেবেন ৷ চার জুন তারা ত্রিপুরায় এসেছেন ৷ ছয় জুন তারা ফিরে যাবেন ৷
ত্রিপুরা বিধানসভায় হবে এই কার্যকরী বৈঠকা ৷ রবিবার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ৷ অধ্যক্ষ জানান উত্তর-পূর্বাঞ্চলের কোনো রাজ্যের সি পি এ-র পরবর্তী কোন সম্মেলন হবে তা নিয়ে আলোচনা করা হবে ৷ পাশাপাশি আগামী বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও কথা হবে ৷ যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন জাতীয় সড়ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ৷ অরুনাচলের বিধানসভার অধ্যক্ষ বৈঠকে সভাপতিত্ব করবেন ৷
অধ্যক্ষ আরো জানান, যারা এসেছেন তাদের রাজ্য অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ কোনো ধরণের ত্রুটি যাতে না থাকে সেই বিষয়ের উপর লক্ষ্য রেখে বৈঠক সফল করার চেষ্টা চলছে ৷ বৈঠকে যোগ দিতে প্রতিনিধিরা রবিবার এসে পৌঁছছেন ৷ এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে নৈশ ভোজে অংশ গ্রহণ করেছেন ৷ সোমবার সকালে উদয়পুর মাতাবাড়ি, নীরমহল সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তারা ৷ মোট ৪১ জন এসেছেন ৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সচিব ৷