ছিল নদী,হয়ে গিয়েছে ডাস্টবিন, অবরুদ্ধ জুড়ি নদীর শ্রী ফেরাতে উদ্যোগী হল ধর্মনগর পুর পরিষদ৷
ছিল নদী ৷ হয়ে গিয়েছে এখন ডাস্টবিন ৷ উত্তর জেলার ধর্মনগরের জুড়ি নদী এখন এমনই শ্রীহীন ৷
দীর্ঘদিন ধরে নদী সংস্কারের দাবীতে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন ৷ এলাকাবাসীর দাবী অবশেষে পূরণ হতে চলেছে ৷ ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে কাটতে চলেছে জটিলতা ৷
সোমবার সকালে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে মহেশ স্মৃতি রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগর রাজবাড়িস্থিত জুড়ি নদী সংস্কার অর্থাৎ ‘মিশন জুড়ি’র শুভ সূচনা হয় ৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,ধর্মনগর পুর পরিষদের চেয়াম্যান প্রদ্যোত দে সরকার,ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ সহ পুর পরিষদের সকল কাউন্সিলর, ধর্মনগর মহকুমার অন্তর্গত প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী,NGO এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও সাফাইকর্মীরা ৷
অনুষ্ঠান শেষে বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদ চেয়ারম্যান সহ সবাই ওঠে পড়ে লেগে যায় জুড়ি নদী সাফাই অভিযানে ৷ এদিন নিজ হাতে আবর্জনা পরিস্কারের পাশাপাশি প্রশাসনের তরফে শহরের আনাচে কানাচে দেওয়া ডাস্টবিনগুলোকে সঠিক মতো ব্যবহারের নির্দেশ দেন বিধায়ক বিশ্ববন্ধু সেন ৷ তদসঙ্গে ধন্যবাদ জানান ধর্মনগর পুর পরিষদকে ৷