নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্দরে বসলো সেঙ্গোল ৷৷
স্বপ্নের নতুন সংসদ ভবন উদ্বোধন হলে গেল রবিবার সকালে ৷ হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজা পাঠ শেষে ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
জানা গিয়েছে, নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকাল ৭:১৫ নাগাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে ৷
প্রধানমন্ত্রী পৌঁছানোর পরই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পূজো হয় ৷ ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ ৷ এরপর পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনের স্বর্ণদন্ড সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷
এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তা, সোনালী জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয় ৷ যজ্ঞের মাধ্যমে সকাল থেকে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হল ৷ তবে এখানেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ নয় ৷ যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাদেরও অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
উল্লেখ্য টাটা গোষ্ঠীর উপর এই নতুন সংসদ ভবন নির্মানের ভার ছিল ৷