বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। সেই নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের হাতে ভোটের সচিত্র পরিচয়পত্র তুলে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য কমিশনাররা। অনুষ্ঠানে একজন বয়স্ক ভোটার ও একজন দিব্যাঙ্গ ভোটারকে সম্মানিত করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে সহ বিশিষ্টজনেররা। পাশাপাশি নির্বাচনের উপরে একটি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।