শনিবার, ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ধর্মনগর Rotary Club এর উদ্যোগে উত্তর জেলার SHG(Self Help Group) এর সকল সদস্যদের নিয়ে একটি ‘Women Empowerment Seminar’ অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারি ধর্মনগর শাখার ইনচার্জ বি.কে মামনি, Rotary Club এর কমিউনিটি চেয়ারপার্সন বীনা ভট্টাচার্য, ক্লাবের সভাপতি সুবীর সোম , সেক্রেটারি বিজিত দাস সহ আরো অন্যান্যরা ৷ প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ৷
এদিন উক্ত সেমিনারে নারীদের কর্মসংস্থানের মধ্যবর্তী ব্যবধান ক্রমেই বেড়ে চলার সঙ্গে সঙ্গে নারীদের আদৌ সশক্তিকরণ হচ্ছে কিনা সকল প্রকার বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷