২০২৩ সালের ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশন( সরকারি দ্বাদশ শ্রেনী) বিদ্যালয়ের NSS এর সাত দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয় বুধবার বিদ্যালয় হল ঘরে ৷ আজ সকাল ১১ টায় প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে বীরবিক্রম ইনস্টিটিউশন এর NSS প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা , North District Y.A.S Office এর Assistant Director অমিত কুমার যাদব,জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমির নাথ, বীরবিক্রম ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবব্রত নাথ এবং NSS প্রোগ্রাম অফিসার অমিত দত্ত সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন NSS প্রোগ্রাম অফিসার অমিত দত্ত ৷
এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ৷ আজ থেকে সাতদিন ধরে চলবে এই অনুষ্ঠান ৷