সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে ৷ যা মানুষের জীবনকে করেছে সহজতর ৷ কিন্ত বিজ্ঞানের সেই আর্শিবাদ মানুষের বিবেচনার অভাবে পরিণত হয়েছে অভিশাপে ৷ দৈনন্দিন প্রয়োজনে বহুমাত্রিক ব্যবহৃত প্লিস্টিক ও উৎপাদিত বর্জ্য তার সবচেয়ে বড় উদাহরণ ৷ অপেক্ষাকৃত সস্তা এবং বহনযোগ্য হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এ সামগ্রী ৷ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ব্যবহারের পর বিশেষ করে পলিথিন ব্যাগ , প্লাস্টিকের বোতল , গৃহস্থলির প্লাস্টিক বা বানিজ্যিকভাবে ব্যবহৃত প্লাস্টিক অধিকাংশই পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে যা পরিবেশের জন্য অশনি সংকেত ৷ এ প্লাস্টিক বর্জ্য ভারতে তথা বিশ্বের অন্যান্য দেশে পরিবেশের জন্য উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে ৷
পুনঃব্যবহার প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে পরিনত করে ৷ এই বর্জ্য সংগ্রহ ও পুনঃব্যবহার দরিদ্র জনগোষ্ঠির আয়ের একটি ভালো মাধ্যম হতে পারে ৷ এ সকল বর্জ্য সংগ্রহ করে নতুন নতুন সামগ্রী তৈরি করে ভার্জিন প্লাস্টিকের উপর চাপ কমানো যায় ৷
আর এই লক্ষমাত্রাকে কেন্দ্র করে গৃহস্থলীর অব্যবহৃত সামগ্রী ব্যবহার করা এবং পুর্ণব্যবহার করার এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ধর্মনগর পুরপরিষদ ৷
শনিবার ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগর জয়হিন্দ ক্লাবে আয়োজিত ‘আমার জীবন ধারণে, আমার স্বচ্ছ শহর’— এই শ্লোগানকে সামনে রেখে RRR অর্থাৎ Reduce, Reuse, Recycle Centre এর শুভ উদ্ধোধন হয় ৷
এদিন RRR সেন্টারটি উদ্বোধন করেন ধর্মনগর পুরপরিষদের চেয়াপার্সন প্রদ্যোত দে সরকার ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ সহ আরো অন্যান্যরা ৷