ধর্মনগর চন্দ্রনাথ লেন স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হলো Value Education & Rajyoga Meditation—এর উপর তিনদিন ব্যাপী Summer Camp ৷
সম্পূর্ণ আত্মিক বিকাশ ও মানবিক কল্যাণের লক্ষ্যকে সামনে রেখে জনসেবায় নিয়োজিত এই সামার ক্যাম্পে প্রতিদিন দুই ঘন্টা জাতি-ধর্ম-ভাষা, শিক্ষা ও বয়ষ নির্বিশেষে শিশু থেকে বৃদ্ধ সকলকে বিনা ফি-তে শিক্ষা দেওয়া হবে ৷
এদিন এই সামার ক্যাম্পটির উদ্বোধন করেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার ইনচার্জ বি.কে মামনি ৷ উপস্থিত ছিলেন শাখার সকল কর্মী এবং পদাধিকারীরা ৷