ধর্মনগরে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা কর্মসূচি !
সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ এর উদ্যোগে এবং ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় সোমবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক ‘জেলা পর্যায়ের সাইবার অপরাধ সচেতনতা কার্যক্রম’ অনুষ্ঠিত হয় ৷
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়াপার্সন প্রদ্যোত দে সরকার এবং সমাজসেবী শ্যামল নাথ সহ জেলা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ৷
পাশাপাশি কিভাবে সাইবার ক্রাইমের পুলিশ তদন্ত করবে এবং মোকাবিলা করবে সে নিয়ে আলোচনা করা হয় ৷