ধর্মনগরে মর্যাদার সহিত মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করা হয় ৷
মায়ের ভাষা মাতৃভাষা ৷ তাই এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে ৷ মাতৃভাষা বাঁচলেই সব ভাষার কৃষ্টি সংস্কৃতি বাঁচবে ৷ তাই মাতৃভাষার প্রতি সকল ভাষাভাষী মানুষের শ্রদ্ধা ভালবাসা থাকতে হবে ৷
যথাযোগ্য মর্যাদার সাথে শুক্রবার ধর্মনগরে ‘মাতৃভাষা সুরক্ষা দিবস’ পালন করা হয়েছে ৷ এ উপলক্ষ্যে জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ার পার্সন মঞ্জু নাথ, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ সহ আরো অন্যান্যরা ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা চন্দন সরকার ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাধিপতি ভবতোষ দাস ৷
ভাষা সুরক্ষা দিবস উপলক্ষ্যে এদিন আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি ভবতোষ দাস, ভাইস চেয়ার পার্সন মঞ্জু নাথ, সমাজসেবী মলিনা দেবনাথ সহ আরো অন্যান্যরা ৷ কবিতা পাঠের অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন কবিগন স্বরচিত কবিতা পাঠ করেন ৷ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশগ্রহন করেন ৷ অনুষ্ঠানে ভাষা শহীদের স্মৃতির প্রতি সম্মান জানান অনুষ্ঠানের অতিথিগন ৷