ধর্মনগরবাসীরা চোখের জলে বিদায় জানালো প্রবীন বিশিষ্ট চিকিৎসক ডঃ সুপ্রিয় রায় মহাশয়কে ৷
ধর্মনগরের সনামধন্য চিকিৎসক তথা বিশিষ্ট সমাজসেবী ডঃ সুপ্রিয় রায়(এস রায়) চিরদিনের জন্য শিলচর চলে যাচ্ছেন ধর্মনগরবাসীকে ছেড়ে ৷
ধর্মনগরবাসীর সাথে তাঁর স্মৃতিটুকু অটুট রাখতে ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর ‘শিশু উদ্যানে’ ‘ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন’ এবং ধর্মনগর প্রেসক্লাবের উদ্যোগে একটি ‘বিদায় সম্বর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
শিশু উদ্যানে আয়োজিত এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অরুণাভ চক্রবর্তী,ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন,ধর্মনগর প্রেসক্লাবের সভাপতি শ্রী পলাশ সেন সহ আরো অন্যান্যরা ৷