সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের পাম্প অপারেটরদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার রাজধানীতে মিছিল করল ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ। মিছিলে অংশ নেন সারা রাজ্যে কর্মরত পাম্প অপারেটর ও তাদের পরিবারের সদস্যরা। এতদিন পাম্প অপারেটররা যে মজুরি পেতেন, তা এবার প্রায় দ্বিগুন করা হয়েছে।