সুশাসন, সর্বসমন্বয়ী উন্নয়ন ও জনকল্যাণের অঙ্গীকার নিয়ে ত্রিপুরার আপামর জনগনের আশীর্বাদকে পাথেয় করে ঈশ্বরের নামে দ্বিতীয় বারের জন্য ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করি। শপথগ্রহণের পর টুইট মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। টুইটে তিনি আরও বলেন, যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় শ্রী নরেন্দ্র মোদী জী, সম্মানীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত ভাই শাহ্ জী, আদরণীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা জীর গৌরবময় উপস্থিতিতে মাননীয় রাজ্যপাল শ্রী সত্যদেও নারায়ন আর্য জী দ্বারা শপথবাক্য পাঠ করে রাজ্যের সকল অংশের নাগরিকদের সার্বিক বিকাশ তথা ‘উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ‘ গড়ার শপথ নিই।