দেড় বছরের শিশুর মুখে বিষ তুলে দিয়ে আত্মঘাতী হলেন মা !
শুক্রবার, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর গ্রামপঞ্চায়েতের খেদাবাড়ি এলাকায় ৷ মৃত গৃহবধূর নাম ষষ্ঠী দাস, তাঁর বয়ষ ২৪ ৷ পরিবারের লোকজন ষষ্ঠী দাসকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে,কর্তব্যরত চিকিৎসক ষষ্ঠী দাসকে মৃত বলে ঘোষনা করেন এবং তাঁর শিশুটিকে অর্ধমৃত অবস্থায় বিলোনিয়া হাসপাতালে রেফার করেন ৷ জানা গেছে পারিবারিক অশান্তির কারনেই এই ঘটনা ৷ স্বশুর বাড়িতে তি বেধরক শারীরিক ও মানষিক যন্ত্রণার শিকার হয়েছিলেন ৷