রবিবার রাতে রানীবাজার এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে আহত একই পরিবারের তিনজন। ঘটনার বিবরনে জানা যায় ঐ এলাকার বাসিন্দা সুমন পালের পরিবারের লোকজন সিপিআইএম দলের সমর্থক। তাই রবিবার রাতে ১০ থেকে ১৫ জন দুস্কৃতী হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর সহ সুমন পাল সহ ৩ জনকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে আহতদের পরিবারের লোকজন রানীবাজার থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং দমকলের কর্মীরা। আহতদের তিনজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ।