দুর্ঘটনায় আহত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার জায়া পাঞ্চালী ভট্টাচার্য। জিবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আগরতলায় অপরূপা বেকারীর সামনে তাঁর রিকশাকে পেছন থেকে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি সজোরে ধাক্কা মারে। এই মুহুর্তে জিবি ট্রমা সেন্টারে তাকে দেখছেন ডাঃ প্রদীপ ভৌমিক ও ডাঃ প্রদীপ সরকার । প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও আগরতলায় ছিলেন না। দলীয় কর্মসূচিতে তিনি কৈলাশহরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি আগরতলার দিকে রওয়ানা দিয়েছেন।