দু’দিনের সফরে বুধবার রাজ্যে আসছেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। আগামী দুদিন রাজ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বুধবার সকাল ১০টায় বিমানবন্দরে আসবেন। বিমানবন্দর থেকে বাইক রেলী করে তাঁকে স্বাগত জানানো হবে। বাইক রেলী করে রবীন্দ্র ভবনের সামনে আসবেন তিনি। সেখানে বক্তব্য রাখবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদল বনিক।