কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আজ আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত দুদিনের আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে সংশ্লিষ্ট মন্ত্রকের আইন/নীতি এবং বিভিন্ন যোজনার বাস্তবায়ন সম্পর্কিত আলোচনায় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।