দুই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি,গনধোলাইয়ে আহত কোচ!!
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের হয়রানি নিয়ে যখন সারা দেশ তোলপার, তখন ধর্মনগরে ত্রিপুরা ক্রীকেট এসোসিয়েশনের স্পটার(কোচ) শিলু দেবনাথের বিরুদ্ধে দুই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো ৷ কোনো মতে নিজেদের রক্ষা করে দুই নাবালিকা পালিয়ে ধর্মনগর মহিলা থানার শরণাপন্ন হয় ৷ এবং থানায় লিখিত অভিযোগ করে ৷ এদিকে সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় ধর্মনগর ট্রাফিক দপ্তরের সামনে থেকে এক যুবককে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে ৷ খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ জেলা হাসপাতালে ছুটে যায় ৷ পুলিশের জিজ্ঞাসাবাদে আহত যুবক তাঁর নাম শিলু দেবনাথ বলে জানায় ৷ সে পুলিশকে জানিয়েছে, সোমবার রাত সারে সাতটা নাগাদ পনেরো কুড়ি জন যুবক তাঁকে মারধোর করে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷