আজ আদালতের রায় হতে নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগীতায় মন্দিরে প্রবেশ করেন পুরাতন কমিটি ।।। ৭ বছর পর আইনি মাধ্যমে মন্দিরে দায়িত্ব নিয়ে আবেগে ভাসেন পুরাতন কমিটি ।।। তবে বিদায়ী কমিটিকেও আহবান করেন তারাও যেন ফিরে আসে এবং মিলে মিশে এই মিশনকে পরিচালনা করতে সহযোগিতা করে ।।। সাংবাদিক সম্মেলনে এই বার্তা দেন সম্পাদক সত্যজিৎ রায় এবং সভাপতি রঞ্জিৎ কুমার দাস উপস্থিত ছিলেন বাকি সদস্য সদস্যরা ।।। পাশাপাশি বিদায়ী কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও তুলেন বর্তমান কমিটি ।।।