দাবি মানা না হলেই হবে আন্দোলন : বিরোধী দলনেতা
দাবি মানা না হলেই হবে আন্দোলন মূলত এই পথেই হাঁটতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল ৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে কার্যত পরিস্কার ভাষায় সেই বিষয়টি জনসমক্ষে রাখার চেষ্টা করলো প্রধান বিরধী দল ৷ কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় যদি সুফল বেরিয়ে আসে আন্দোলনের কোনো প্রয়োজন নেই ৷ তবে যদি দাবী দেওয়া না মানা হয় তাহলে আন্দোলনের পথেই হাটবে তীপ্রা মথা দল ৷
রবিবার এক সাংবাদিক সম্মেলনে এভাবেই হুংকার দেয় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ৷ এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জানান, জনজাতিদের দাবি সমর্থনে যদি কেন্দ্রীয় সরকার আলোচনার মাধ্যমে সহমত পোষণ করেন তবে আন্দোলনের কোনো প্রয়োজন হবেনা রাজ্যে ৷ তবে দাবি দাওয়া পূরণ না হলে এক্ষেত্রে সমসাময়িক সময়ের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন পরিলক্ষিত করবে রাজ্য ও কেন্দ্র ৷ যা সংগঠিত হবে তিপ্রা মথার সুপ্রীমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে ৷