দক্ষিন ত্রিপুরাবাসীর জন্য সুখবর! এখন আর ভোটার পরিচয় পত্র,রেশন কার্ড,পিআরটিসি সহ বিভিন্ন সরকারি কাগজ পত্র করার জন্য মহকুমা শাসকের অফিস বা জেলা পরিষদ অফিসে ছুটে যেতে হবেনা ৷ ‘মোবাইল কমন সার্ভিস সেন্টার’ এর গাড়ি পৌঁছে যাবে মানুষের কাছে মানুষের প্রয়োজনে ৷ মঙ্গলবার দক্ষিন ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে তিনটি মোবাইল ভ্যানের যাত্রা শুরু হয় ৷ এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য সরকারের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া সহ অন্যান্যরা ৷ যে তিনটি মোবাইল ভ্যানের সূচণা হয়েছে তাদের চালক মহিলা ৷ এই মোবাইল ভ্যানের মাধ্যমে জনসাধারণ যেমন হাতের কাছে পেয়ে যাবেন সরকারি সুযোগ সুবিধা, পাশাপাশি অনেক বেকারদেরও কর্মসংস্থান হবে ৷