দক্ষিণ রামনগর থেকে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় প্রথা রীতি মেনে মহররম উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা ।। এই দিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে গিয়ে কারবালা ময়দানে শহিদ হন ইমাম হাসান ও ইমাম হোসাইন ।।। ঐ দিন থেকে তাদের স্মরণে শহিদ দিবস উপলক্ষে মহরম উদযাপন করে আসছে মুসলিম ধর্মাবলম্বীরা।।। আজ ১০ দিন রোজা রেখে একটি শহিদ তাজিয়া মঞ্জিল নিয়ে দক্ষিণ রামনগর থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ রামনগরের করব স্থানে গিয়ে শেষ করে এই শহিদ মিছিল ।।। ছিলো প্রশাসনিক সহযোগিতাও ।।। রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশের নিরাপত্তার মধ্যেই এই মিছিল শেষ হয়।।।