ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন
বক্সনগর প্রতিনিধি: দক্ষিণ কলমচৌড়া গ্রামে অবস্থিত ত্রিপুরেশ্বরী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজ শুক্রবার দুপুরে তিনটি নতুন পাকা ক্লাসরুমের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে এই নতুন ভবনের শুভ সূচনা করেন। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা প্রান্তের সভাপতি মিলন রানী জমাতিয়া, বক্সনগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্ন নম: সেক্রেটারি সুভাষ গন চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২০১৯ সালের ২৩ জানুয়ারি ৬৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০-তে। অঙ্কুর, মুকুল, কিশলয় থেকে শুরু করে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। বিদ্যাভারতী শিক্ষা সমিতি পরিচালিত এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা এবং বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে গুণগত পাঠদান করা হয়।
এই নতুন ভবন নির্মাণের জন্য এমপি ল্যাড ফান্ড থেকে ১৪ লক্ষ ২২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ভবনের ফলে বিদ্যালয়ে দীর্ঘদিনের কক্ষসংকটের অবসান ঘটেছে।
আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক নাটক, নাচ ও গান বিদ্যালয় প্রাঙ্গণকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।