শিক্ষাভবনে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলঘরে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় চলতি বছরে রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ক্যালেন্ডার তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জাতীয় স্কুল স্তরের বিভিন্ন টুর্নামেন্টে রাজ্য দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এই সাধারণ সভায়। চলতি অর্থবছরে ক্রীড়া খাতে বরাদ্দকৃত বাজেটও অনুমোদিত হয় আজকের এই গুরুত্বপূর্ণ সভায়।