জয়ের পর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে ছিলেন উত্তর পূর্বাঞ্চলের কোডিনেটর সঞ্জীব পাত্রা, বিজেপির নির্বাচনী প্রাভারী মহেন্দ্র সিং, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী অভিষেক দেবরায়, রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী বিধায়ক প্রনজিৎ সিংহ রায়, কাকড়াবন শালগড়া কেন্দ্রের বিজেপি মনোনীত জয়ী প্রার্থী জিতেন্দ্র মজুমদার। মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সুন্দরী মায়ের আশির্বাদে আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়নের সোপানে এগিয়ে চলার জনমত পেয়েছে। এই পূণ্য ভূমিতে আগামীদিনে সুশাসনের ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে শ্রেষ্ঠ ত্রিপুরা রূপায়ণে আরও দৃঢ়তার সাথে কাজ করবে আমাদের সরকার।
এদিন স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কয়েক শতাধিক কার্যকর্তা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেয়ে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন।