ত্রিপুরা সন্ত্রাস মুক্ত রাজ্য বলে দাবি করলেন বিজেপির স্টার প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ত্রিপুরায় এবার কি হবে? প্রশ্নের জবাবে বলেন, যা হয়েছে সেটা এনজয় করুন। এত উন্নয়ন কবে হয়েছে? বলেন, ত্রিপুরা সন্ত্রাস মুক্ত। এবার সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে।