ত্রিপুরা রাজ্য হজ কমিটি
(সংখ্যালঘু কল্যান দপ্তর)
মেলারমাঠ, আগরতলা-৭৯৯০০১
পবিত্র হজ-২০২৬ ইং (১৪৪৭ হিজরী) সম্পর্কিত ঘোষণা
হজ-২০২৬-এর জন্য অনলাইন আবেদনের সূচনা ৭ই জুলাই ২০২৫ থেকে ৩১ই জুলাই ২০২৫ পর্যন্ত
বিশেষ দ্রষ্টব্য:
১) ২০২৬ সালের হজের জন্য আবেদনপত্র অনলাইনে https://hajcommittee.gov.in অথবা মোবাইল অ্যাপ “HAJ SUVIDHA” (আইফোন এবং অ্যান্ড্রয়েডে উপলব্ধ) এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
২) আবেদনের সময়সীমা ৭ই জুলাই ২০২৫ থেকে ৩১ই জুলাই ২০২৫ (রাত ১১:৫৯) পর্যন্ত খোলা থাকবে।
৩) হজ-এর দরখাস্ত করার জন্য আন্তর্জাতিক পাসপোর্ট প্রয়োজন, যার বৈধতা কমপক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৬ হতে হবে।
৪) আপনার পাসপোর্টকে দাগ, ক্ষতি, বা ক্ষয় থেকে রক্ষা করুন। একটি ক্ষতিগ্রস্ত পাসপোর্ট আপনার হজ যাত্রা বাতিলের কারণ হতে পারে। আগে থেকেই আপনার পাসপোর্টটি পরীক্ষা করে ঠিক করে নিন। পাসপোর্টে আপনার উপাধি সঠিকভাবে লেখা আছে কিনা তা নিশ্চিত করুন।
৫) যদি আপনার পাসপোর্ট না থাকে, অতিশীঘ্র পাসপোর্ট-এর জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন গেইট আগরতলা অফিসে যোগাযোগ করুন।
৬) প্রথম কিস্তির জন্য ১.৫ লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে।
৭) সম্ভাব্য তীর্থযাত্রীর মৃত্যু বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ছাড়া, অন্য যেকোনো কারণে বাতিল করলে জরিমানা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেইজন্য আবেদন করার আগে নিজের প্রস্তুতি ও অঙ্গীকারের বিষয়ে ভালভাবে চিন্তা করে তবেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
৮) ২০২৬ সালের হজের জন্য আবেদনকারীরা সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারে, যা প্রায় ২০ দিনের কম সময়কাল অফার করে। সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের মতোই থাকবে।
৯) ২০২৬ সালের হজের আবেদনের জন্য দুই টি মোবাইল নাম্বার প্রয়োজন এবং তারমধ্যে একটি। Whatsapp নম্বর হতে হবে।
১০) ২০২৬ সালের হজের আবেদনের জন্য Pan এবং Aadhaar Card নম্বর দিতে হবে।
১১) আবেদনকারীর নমনির ও Pan এবং Aadhaar Card নম্বর দিতে হবে।
১২) হজ-২০২৬ এর জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হল নিম্নলিখিত:-
> ফটোগ্রাফ:-সাদা ব্যাকগ্রাউন্ড সহ রঙিন পাসপোর্ট সাইজ, প্রস্থ ৪০০-৬৪০ পিক্সেল, 50 KBS, JPG/JPEG
> পাসপোর্ট স্ক্যান কপি:- প্রথম পেজ, প্রস্থ ৫৯০-৭৫০ পিক্সেল 500 KBS, JPG/JPEG
> পাসপোর্ট স্ক্যান কপি:- লাস্ট পেজ, পস্থ ৫৯০-৭৫০ পিক্সেল, 500 KBS, JPG/JPEG
> বাতিল চেক:- প্রস্থ ৫৯০-৭৫০ পিক্সেল, 300 KBS, JPG/JPEG
> ঠিকানার প্রমাণ:- আঁধার কার্ড, প্রস্থ ৫৯০-৭৫০ পিক্সেল, 300 KBS, JPG/JPEG
বিস্তারিত তথ্যের জন্য রাজ্য হজ কমিটি অফিস, হজ ভবন, মেলারমাঠ, আগরতলায়
যোগাযোগ করিতে পারেন। (ফোন:- 9862005994/9485097473)