ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির বিকল্প চাইছে এবং বিজেপির বিকল্প আজকের দিনে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নেই। গত সাড়ে চার বছরে বিজেপি মানুষের সাথে বিশ্বাসঘাকতা করেছে, তারপরে আমার মনে হয় না এই রাজ্যের মানুষ বিজেপিকে আবার সুযোগ দেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি আরও বলেন,
ত্রিপুরাকে উন্নত করতে হলে এবং নতুন ভাবে সরকার গড়তে হলে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে যা করার দরকার সেটার জন্য আমরা প্রস্তুত আছি। রবিবার উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে চুরাইবাড়ি কমিউনিটি হল থেকে চুরাইবাড়ি রেল গেইট অবধি এক বৃহত্তর প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি, এদিন কমিউনিটি হলে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং গরীব দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন এখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল হাসিম তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অন্যদিকে বাগবাসা বিধানসভা কেন্দ্র অন্তর্গত ইছাইলালছড়া বাজারের নিকট, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়।