ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভাইবা পরীক্ষার নামে ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠলো
সূর্যমনি নগর এলাকায় অবস্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ১৯ জুন সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ভাইবা পরীক্ষার নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শিক্ষকের রুমে ডেকে এনে ওই ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার পাশাপাশি শ্লীলতাহানি চেষ্টা করে বলে অভিযোগ পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষকের রুম থেকে বের হয়ে অন্যান্য ছাত্র ছাত্রীদের বিষয়টি জানার এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সোমবার গভীর রাতে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ABVP ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমতলী থানায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়। শিক্ষককে গ্রেপ্তারের দাবি নিয়ে যদিও এখন অব্দি শিক্ষকের বিরুদ্ধে কোন ধরনের মামলা করা হয়নি বলে জানা যায়। মঙ্গলবার ছাত্রীর অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করবেন এই বিষয় নিয়ে মঙ্গলবার বৃহত্তর আন্দোলনের সামিল হবেন AVVP ছাত্র সংগঠন