উত্তর ত্রিপুরায় রেলওয়ে ডিভিশন সহ রাজ্যে বিকল্প রেল লাইন স্থাপনের দাবী নিয়ে কংগ্রেসের ডেপুটেশন, ত্রিপুরা রাজ্যের যে সকল এলাকায় এখনো রেল সংযোগ হয়নি সেই সকল জায়গাকে বিকল্প রেল লাইন স্থাপনের মাধ্যমে যুক্ত করা সহ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল ডিভিশন করার লক্ষ্যে ত্রিপুরা কংগ্রেস প্রদেশ কমিটির পক্ষ্য থেকে একটি প্রতিনিধি দল সোমবার গৌহাটি স্থিত NRF ZONE এ ডেপুটেশন প্রদান করেন ৷ এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ত্রিপুরা বিধানসভার বিধায়ক বীরজিৎ সিংহা,কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়, সুশান্ত চক্রবর্তী ছাত্রনেতা সম্রাট রায় সহ আরো অন্যান্যরা ৷