ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে অবিলম্বে সে সকল ব্যর্থতা দূর করার লক্ষ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে তাদের দাবিগুলির সমর্থনে এমডি নিকট ডেপুটেশন প্রদান করে তারা। তাদের দাবি গুলি হল, টি ও ডি ট্যারিফ সহ স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে।
কর্পোরেশনের যেসমস্ত কাজ আউটসোসিং করা হয়েছে এবং যে সমস্ত ডিভিশন/সাব ডিভিশন বেসরকারী সংস্থার হাতে আছে সেগুলি কর্পোরেশনের হাতে ফিরিয়ে আনতে হবে।
কর্পোরেশনকে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী মিটার রিডার, লাইন ম্যান নিয়োগ করতে হবে।
মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ সহ বিভিন্ন বাড়তি চার্জ নেওয়া বন্ধ করতে হবে।
পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার করতে হবে, পুরানো ট্রান্সমিটারগুলি পরিবর্তন করতে হবে।
লোড শেডিং, লো ভল্টেজ, বিনা সতর্ককতায় সরবরাহ বন্ধ এইসব সমস্যা দূর করতে হবে।
প্রতিটি ডিভিশনে কাস্টমার্স কেয়ার ইউনিট বসাতে হবে।
‘পি এম সূর্য’ যোজনায় অফগ্রীড সোলার প্ল্যান্ট স্থাপনে ৬০% ভর্তুকী দিতে হবে। এই দাবি গুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে তারা বলে জানায়।