মোদীর সফরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সিপিএমের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত। প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, মোদিজী এসে এখানে ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলছেন, কিন্তু একবার ত্রিপুরা র মেয়েদের সাথে কথা বলেছে? এরা কেমন আছে? ত্রিপুরায় প্রতিদিন কত ধর্ষণ হচ্ছে? সোমবার রাজধানীতে মিছিল সংগঠিত করলো সি পি আই এমের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় নারী নেত্রী বৃন্দা কারাত।মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে জড়ো হয়। সেখানে অনুষ্ঠিত হয় সভা।