ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়ার চুড়াইবাড়িতে বেশ কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই লড়ি জব্দ, আটক দুই ৷
উত্তর প্রদেশ থেকে আসামের ৮নং জাতীয় সড়ক ধরে ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়ার চুড়াইবাড়িতে ধরা পড়লো নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি ছয় চাকার লড়ি ৷ এতে আটক করা হয়েছে গাড়ির চালক ও সহ-চালককেও ৷ শনিবার রাতে UP21DN1404 নম্বরের খুচরো পণ্যসমাগ্রি বোঝাই লড়িটি চুড়াইবাড়ি ওয়াচপোস্টে দলবল নিয়ে গাড়িটিতে রীতিমত তল্লাশি চালান নবাগত ইনচার্জ প্রনব মিল্লে ৷ এতে বিভিন্ন সামগ্রির আড়াল থেকে ৩৫৩টি কার্টুনে ৩৫,৩০০ বোতল নেশাজাতীয় গৌরান ফসফেট সিরাপ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২০ কোটি টাকার মতো হবে ৷ এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ির চালক ও সহ-চালককেও ৷ ধৃতদের নাম যথাক্রমে মায়াঙ্ক শর্মা পিতার নাম রাকেশ শর্মা, বিশাল মিঞা পিতা হাবীব মিঞা ৷ উভয়ের বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার কাঁথীরোড সিভিল লাইনে ৷ ধৃতদের বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ৷