রাজ্যের মেয়ের অসাধারণ সাফল্য!!!
ত্রিপুরার (সাব্রুম) বাসিন্দা সুস্মিতা সরকার, স্মিড সায়েন্স প্রোগ্রামের ফেলোদের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন ৷
তিনি প্রথম কয়েক জন ভারতীয়দের মধ্যে একজন যিনি এই পুরস্কার পেয়েছেন এবং অবশ্যই ত্রিপুরার প্রথম ৷
স্মিড সায়েন্স ফেলো প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেলোশিপগুলির মধ্যে একটি ৷ এটির নেতৃত্বে রয়েছেন গুগলের প্রাক্তন সিইও এড়িক স্মিড ৷ বিজয়ীরা বিশ্বের যেকোনো স্থানে তাদের আগ্রহের একটি গবেষণা করতে পারেন ৷ স্মিড সায়েন্স প্রোগ্রাম অত্যন্ত প্রতিযোগিতামূলক, কারন সারা বিশ্বে মাত্র ৩২ জনকে বিজ্ঞান এবং প্রকৌশলের ক্ষেত্রে নির্বাচন করা হয়েছে ৷ সুস্মিতার জন্ম সাব্রুম শহরে ৷ পিতা সুনীল সরকার একজন ঠিকাদার, উনার দুই মেয়ে, বড় মেয়ে সুস্মিতা সরকার এবং ছোট মেয়ে তনুকা সরকার একজন চিকিৎসক ৷ সুস্মিতা সাব্রুম দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ২০০৯ সালে মাধ্যমিক পাশ করেন ৷ আগরতলা নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে দ্বাদশ শ্রেনী পাশ করেন ৷ আগরতলা ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ টেকনোলজি থেকে ২০১৫ সালে তিনি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ডিগ্রি লাভ করেন ৷ তারপরে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন ৷ তিনি মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, রোলা, মার্কিন যুক্তরাষ্ট্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিলেন, যেখানে সে থিলিয়াম-আয়ন ব্যাটারিতে কাজ করেন ৷ তারপরে সে তার পিএইচডি গবেষণার জন্য পর্ডিও বিশ্ববিদ্যালয় ওয়েস্ট লাফায়েটে চলে যান, যা সোডিয়াম-আয়ন ব্যাটারির উপর ৷ এক্ষেত্রে সে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশ হয়েছে ৷