“গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই। চাঁন মোহন ত্রিপুরার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বামদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২০১৮ সালের নির্বাচনের পূর্বে রাইমাভ্যালী বিধানসভার অন্তর্গত দলপতি ভিলেজ কাউন্সিলের নির্বাচিত জনপ্রতিনিধি চাঁন মোহন ত্রিপুরাকে নৃশংস ভাবে খুন করে দুর্বৃত্তরা। আজ বিজেপি রাইমাভ্যালী মন্ডল আয়োজিত শহীদান দিবস ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী।