ত্রিপুরার জনজাতি মহিলাদের স্বশক্তিকরণের লক্ষে ৩রা মে বুধবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে TRIFED ও TRLM এর যৌথ উদ্যোগে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে ট্রাইবেল আর্টিসিয়ান মেলার আয়োজন করা হয় ৷ এদিন মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের জেলা সভাধিপতি ভবতোষ দাস,উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ কাঞ্চনপুর যোনাল Development অফিসার, TRIFEED জেনারেল ম্যানেজার কর্নেল এম মেহেরা,ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অধিকর্তা, এছাড়াও উপস্থিত ছিলেন TRIFEED এর বিভিন্ন পদাধিকারীগন ৷ এদিন উক্ত অনুষ্ঠানে মূলত জনজাতিদের তৈরি বিভিন্ন জিনিষপত্রের সঠিক মূল্যায়নের লক্ষ্যে রাজ্যের বাইরের বাজারে কিভাবে পৌঁছানো যাবে সেই ব্যাপারে আলোচনা করা হয় ৷