ত্রিপুরার উন্নয়নের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আজ থেকে যাত্রা শুরু করলো বহু প্রতীক্ষিত আগরতলা সায়েন্স সিটি। সায়েন্স সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনের পর তিনি বলেন, সায়েন্স সিটি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি উৎসাহ জোগাবে এবং পর্যটনে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।