ত্রিপুরার আদিবাসীদের বড় উৎসব হল গড়িয়া পূজা। আর উৎসব মানেই সকলের মিলনমেলা।
আজ ২১ এপ্রিল (৭ই বৈশাখ) শুক্রবার শহরের বিভিন্ন অঞ্চলে রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পূজা শুরু হয় ৷ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ৷ সাতদিনব্যাপী চলবে এই গড়িয়া উৎসব।
গড়িয়া পূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও স্কুলে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে ৷ গড়িয়া পূজা উপলক্ষ্যে আগরতলার অভয়নগরে এবং ক্ষুদীরাম বসু স্কুল মাঠে বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে ৷
এছাড়াও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়িয়া পূজা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে ৷ এই পূজোতে আদিবাসীদের বাড়িঘরে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয় ৷
বর্তমানে গড়িয়া পূজা শুধু গ্রাম পাহাড়ের উৎসব নয় , বরং সারা রাজ্যবাসীর উৎসবে পরিনত হয়েছে। শহরের বিভিন্ন ক্লাব এবং পাড়ায়ও জাতি জনজাতি সবাই মিলে গড়িয়া পূজার আয়োজন করছে। উৎসবকে কেন্দ্র করে সারা রাজ্যবাসী মুখরিত হয়ে ওঠেছে