একাধিক কর্মসূচি নিয়ে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়। তিনি বলেন, “কয়েক দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আপনারা সবাই জানেন যে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসছেন। ৬ ফেব্রুয়ারি তিনি ত্রিপুরার মানুষের মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দেবেন এবং ৭ তারিখ আগরতলার বুকে তিনি একটা পদযাত্রায় অংশ নেবেন।”
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, “নির্বাচনী প্রচারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসবেন। উনি এখানে এসে সোনামুড়া ও ধর্মনগরে সভা করবেন, তার সঙ্গে এক ঝাঁক তারকা প্রচারে আসছেন, তাঁরা দফায় দফায় প্রচার করবেন। প্রত্যেক ব্লকে একজন বড় নেতৃত্ব অবজারভার হিসেবে কাজ করবেন। আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ তারিখ বিকেল বেলায় আসছেন, বিমানবন্দরে আমরা তাঁকে অভ্যর্থনা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা রবীন্দ্র ভবন থেকে শুরু হবে। পাশাপাশি, পদযাত্রা সম্পূর্ণ হওয়ার পর উনি রবীন্দ্র ভবনের নিকট জনসভা করবেন